রহস্যজনকভাবে মহিলাকে গাছে বেঁধে জ্যান্ত পুড়িয়ে খুন

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: রহস্যজনক ভাবে এক মহিলাকে গাছে বেঁধে জ্যান্ত পুড়িয়ে খুন করা হয়েছে । ওই ঘটনা চম্পকনগরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ পরিবারের সদস্যেদের আটক করেছে।

 শনিবার গভীর রাতে রহস্যজনক ভাবে  চম্পকনগর এলাকায় ৫৫ বছরের এক মহিলাকে গাছে বেঁধে জীবন্ত পুড়িয়ে খুনের ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।মৃত মহিলার নাম মিনতি দেবনাথ ।ঘটনার তদন্তে নেমে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য রাতেই আটক করা হয় বলে জানান চম্পকনগর থানার ওসি সঞ্জয় দেববর্মা।  গোটা ঘটনায় পরিবারের সদস্যদের ভূমিকা রহস্যজনক। পুলিশ মৃতদেহ উদ্ধার করে পাঠায় ময়নাতদন্তের জন্য।

এই বিষয়ে চম্পকনগর থানার ওসি সঞ্জয় দেব্বর্মা আরো জানান ,ঘটনাটি তিনি নিজে দেখছেন।বিশেষ তৎপরতার সঙ্গে তদন্ত করছে পুলিশ। ইতিমধ্যে  পরিবারের সদস্যদের রাতেই আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনায় যুক্তদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করা হবে। একজন জীবন্ত মানুষকে পুড়িয়ে মারার মত ন্যাক্কারজনক  অমানবিক ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য  ছড়িয়ে পড়ে । এখন দেখার পুলিশি তদন্তে কে বেরিয়ে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *