শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতা বাড়ি প্রাঙ্গণে বসে আঁকো প্রতিযোগিতা 

আগরতলা, ২৯ সেপ্টেম্বর : জগহরিমুড়ার শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতা বাড়ি প্রাঙ্গণে দুর্গাপূজাকে সামনে রেখে রবিবার কচিকাঁচাদের মধ্যে অনুষ্ঠিত হয় বসে আঁকো প্রতিযোগিতা।

শারদ উৎসবকে সামনে রেখে রাজধানী আগরতলা শহরের জঘড়ি মোড়ায় শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতা মন্দির প্রাঙ্গণে রবিবার সকালে কচিকাঁচাদের নিয়ে অনুষ্ঠিত হয় বসে আঁকো প্রতিযোগিতা। মোট চারটি বিভাগে প্রায়  দুই শতাধিক প্রতিযোগী প্রতিযোগিনী অংশগ্রহণ করে। 

বসে আঁকো প্রতিযোগিতাকে কেন্দ্র করে প্রতিযোগী ও প্রতিযোগিনীদের পাশাপাশি অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার  ও শংসাপত্র প্রদান করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *