নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (হি.স.): দিল্লিতে নিরাপদ নন মহিলারা| বৃহস্পতিবার রাতের ঘটনা ফের একবার তা প্রমাণ করে দিল|
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা নাগাদ ১৭ ও ১৮ বছর বয়সি দুই তরুণী তঁাদের বয়ফ্রেন্ডের সামনেই গণধর্ষিতা হন| নক্ক্যারজনক ঘটনাটি ঘটেছে দিল্লির আমন বিহার পার্কে| ঘটনার তদন্তে নেমে ৪ অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ| এখনও পলাতক এক অভিযুক্ত|
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা নাগাদ দুই তরুণী তঁাদের বয়ফ্রেন্ডদের সঙ্গে মুন্ডকা মেট্রো স্টেশনের সামনে এনডিপিএল গ্রাউন্ডে বসে গল্প করছিলেন| সেই সময় পাঁচ দুষ্কৃতী এসে নিজেদের নিরাপত্তারক্ষীর পরিচয় দিয়ে ওই তরুণ-তরুণীদের সঙ্গে খারাপ আচরণ করতে শুরু করে| প্রতিবাদ করায় তরুণীদের দুই বয়ফ্রেন্ডকে বেধড়ক মারধর করে গাছের সঙ্গে বেঁধে রাখে দুষ্কৃতীরা| অভিযোগ, তারপর তারা ওই দুই তরুণীকে টানতে টানতে ঝোপের মধ্যে নিয়ে গিয়ে গণধর্ষণ করে| প্রতিরোধ করার চেষ্টা করলে তরুণীদের প্রাণে মেরে দেওয়ার হুমকিও দেয় দুষ্কৃতীরা|
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পাশের বস্তিতেই থাকত অভিযুক্তরা| এর আগেও তারা মেয়েদের শ্লীলতাহানি করলেও, ভয়ে তাদের বিরুদ্ধে কেউ কখনও অভিযোগ করেনি| গ্রেফতার হওয়ার পর পুলিশের জেরায় ৪ অভিযুক্ত দোষ স্বীকার করে নিয়েছে| পঞ্চম অভিযুক্তের খেঁাজে শুরু হয়েছে তল্লাশি|
2016-09-17
