ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। অনূর্ধ্ব ১৫ বালক ক্রিকেটারদের শারীরিক পরীক্ষা, বিশেষ করে বোন্ টেস্ট বা অস্থি: সংক্রান্ত পরীক্ষার জন্য ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ডাকা হয়েছে। প্রাথমিকভাবে বাছাইকৃত ৫১ জন অনূর্ধ্ব ১৫ বালক ক্রিকেটারদের ২০২৪-২৫ বছরের জন্য আগামী ২৩ ও ২৪ সেপ্টেম্বর বোন্ টেস্ট বা অস্থি: সংক্রান্ত পরীক্ষায় অংশ নিতে বলা হয়েছে। ক্রিকেটারদের অবশ্যই ডিজিটাইজড বার্থ সার্টিফিকেট, আপডেটেড পিভিসি আধার কার্ড নিয়ে কোচ বিশ্বজিৎ দে-র কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। আগামীকাল বিকেল তিনটায় এমবিবি স্টেডিয়ামে খেলোয়াররা রিপোর্ট করবে বলে টিসিএ সচিব এক প্রেস বিবৃতিতে জানিয়েছেন। প্রাথমিক বাছাইকৃত তথা বোন্ টেস্ট বা অস্থি: সংক্রান্ত পরীক্ষায় ডাক পাওয়া ক্রিকেটাররা হলো: রাজদীপ দেবনাথ, অন্তরীপ সাহা, মৈনাক সাহা, সিদ্ধার্থ দেবনাথ, আরিয়ান কুমার সিং, প্রসেনজিৎ চক্রবর্তী, হৃদয়জিত সাহা, শুভদীপ পাল, সৌরভ সূত্রধর, সন্দীপন দাস, তন্ময় সরকার, মহির্নভ লস্কর, পাপন আচার্য, অর্পণ ভট্টাচার্য, শুভ দাস, রাজদীপ সাহা, অর্কজ্যোতি নাথ, সানিত সাহা, সৃজন দেব, রাজদীপ পাল, রাকিব মিয়া, অধি দেবনাথ, বিনীত যাদব, মানিক আহমেদ, মৃন্ময় ভৌমিক, আমন দেবনাথ, সন্দীপ দেববর্মা, আকাশ দাস, ঔংকার মল্লিক, তুহিন দেবনাথ, আয়ুষ্মান সেন, স্পন্দন বণিক, আয়ুষ সরকার, কৃষাণ দাস, সৈকত মালি, দ্বিগবিজয় দেববর্মা, আরিফ রহমান ঈশান, সুশোভন চক্রবর্তী, জয় অধিকারী, সুবীর বৈদ্য, অমরেশ সিংহ, তপন ঘোষ, লিটন দাস, জয়ন্ত বিশ্বাস, মোঃ ইরফান আলী, পৃথ্বীরাজ গোপ, রাজদীপ সিংহ, রিজওয়ান আলম, শিভম দত্ত, সৌরভ দেবনাথ, উদ্দীত্ত দেব। উল্লেখ্য, আরও তিনজন – অর্ঘ্যদীপ চৌধুরী, কিষান সরকার মোঃ মাহিম চৌধুরী গত বছরের এই পরীক্ষায় পাশ করেছিল বলে এবার তাদের এই শারীরিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে না।