রাঁচি, ১৯ সেপ্টেম্বর (হি.স.) : বৃহস্পতিবার সন্ধ্যায় দুই দিনের সফরে রাঁচি যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেখানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ সেকেন্ডারি এগ্রিকালচারের শতবর্ষ উদযাপনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি।শুক্রবার রাঁচির নামকুমে শতবর্ষ উপলক্ষে ন্যাশনাল ইনস্টিটিউট অফ সেকেন্ডারি এগ্রিকালচারের একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এইদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঝাড়খণ্ডের রাজ্যপাল সন্তোষ কুমার গঙ্গওয়ার। এছাড়াও ন্যাশনাল ইনস্টিটিউট অফ সেকেন্ডারি এগ্রিকালচারের শতবর্ষ উদযাপনের অনুষ্ঠানে যোগ দেবেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী, গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান ও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।
2024-09-19