অনন্তনাগ, ১৯ সেপ্টেম্বর (হি.স.): বুধবার গভীর রাতে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার কোকেরনাগ এলাকার কাছে নিরাপত্তারক্ষীদের একটি দুর্ঘটনার কবলে পড়ে। তাতে ৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার এক বরিষ্ঠ পুলিশ আধিকারিক জানিয়েছেন, কোকারনাগের কাছে একটি বাস দুর্ঘটনাগ্রস্ত হয়ে ৮ জন নিরাপত্তারক্ষী আহত হয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়েছে। আহতদের বিস্তারিত পরিচয় সম্পর্কে এখনও জানা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে।