তাসখন্দ, ১৯ সেপ্টেম্বর (হি.স.) : ফুটসাল বিশ্বকাপের গ্রুপ ‘সি’র দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে আর্জেন্টিনার পরের রাউন্ডে যাওয়া নিশ্চিত করল। প্রথম ম্যাচে আর্জেন্টিনা ইউক্রেনকে হারিয়েছিল। বুধবার উজবেকিস্তানের তাসখন্দের হোমো অ্যারেনায় আফগানিস্তানের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। ২-১ গোলে জয় পেল আলবিসেলেস্তেরা। আর্জেন্টিনার হয়ে জোড়া গোল করেন মাতিয়াস রোসা। আর আফগানিস্তানের আত্মঘাতী গোল আসে। এই গ্রুপের চার দলই দুটি করে ম্যাচ খেলেছে। যেখানে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আর্জেন্টিনা। এক জয় ও এক পরাজয়ের পর ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আফগানিস্তান। আর অ্যাঙ্গোলাকে হারিয়ে এক জয় ও এক পরাজয়ে তৃতীয় স্থানে ইউক্রেন। দুই ম্যাচে কোনও জয় নেই অ্যাঙ্গোলার।
2024-09-19