রোহতক, ১৯ সেপ্টেম্বর (হি.স.): হরিয়ানা বিধানসভা নির্বাচনের জন্য বৃহস্পতিবার নির্বাচনী ইস্তেহার (সঙ্কল্প পত্র) প্রকাশ করলো বিজেপি। বৃহস্পতিবার দুপুরে হরিয়ানার রোহতকে এক সাংবাদিক সম্মেলন করে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। নির্বাচনী ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি-সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব।সঙ্কল্প পত্র প্রকাশের পর কংগ্রেসকে আক্রমণ করেছেন নাড্ডা। তিনি বলেছেন, “কংগ্রেসের জন্য এই দলিল (ইস্তেহার) একটি আনুষ্ঠানিকতা মাত্র। তাঁদের জন্য এই দলিল শুধুমাত্র একটি আচার পালনের জন্য এবং তাঁদের জন্য এই দলিল জনগণকে ধোঁকা দেওয়ার জন্য। ১০ বছর আগে হরিয়ানার চিত্র কী ছিল? হরিয়ানার চিত্র ছিল ‘খার্চি’ এবং ‘পার্চি’-এর ভিত্তিতে চাকরি পাওয়ার। হরিয়ানা জমি কেলেঙ্কারির জন্য পরিচিত ছিল…আমাদের জন্য ‘সঙ্কল্প পত্র’ খুবই গুরুত্বপূর্ণ। আমরা হরিয়ানাকে অবিরাম পরিষেবা প্রদান করছি।”
2024-09-19