জলপাইগুড়ি, ১৮ সেপ্টেম্বর (হি. স.) : জলপাইগুড়ির ময়নাগুড়ি নাথুয়া রেঞ্জের মাঝিয়ালী সংলগ্ন বনাঞ্চল এলাকায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে। বুধবার সকালে টহলরত বনকর্মীরা ডায়না নদীর পাড় থেকে দেহটি উদ্ধার করে। দেহের পাশে হাতির পায়ের ছাপ পাওয়া গেছে। সেই কারণে প্রাথমিক অনুমান হাতির আক্রমণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছয় নাথুয়া রেঞ্জের বনকর্মী ও ময়নাগুড়ি থানার পুলিশ। পরে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। জলপাইগুড়ি বন বিভাগের এডিএফও জয়ন্ত মণ্ডল জানিয়েছেন, ডায়না নদীর পাড় থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। সেই সঙ্গে হাতির আক্রমণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে কি না তা স্পষ্ট নয়। ঘটনার তদন্ত চলছে।
2024-09-18