পুরুলিয়া, ১৮ সেপ্টেম্বর (হি.স.): পুরুলিয়ায় একটি বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানার সীমানার পাঁচিল ভেঙে বিপত্তি। বুধবার পুরুলিয়ার নিতুড়িয়া থানা এলাকায় ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির উপর আচমকা দেওয়ালটি ভেঙে পড়ে। তবে গাড়িটিতে কেউ ছিলেন না, ফলে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। কিন্তু গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ রাজ্য সড়ক ঘেঁষে পাঁচিলটি নির্মাণ করেছে। এর জেরেই দুর্ঘটনাটি ঘটছে। গাড়িটিতে কেউ না থাকায় বড় বিপদ থেকে রক্ষা পাওয়া গিয়েছে। তবে, গাড়িটি খুব খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
2024-09-18