নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রাজ্যের বন্যা পরিস্থিতির কারণে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরে ক্ষতি হয়েছে প্রায় ৫০ কোটি ৭২ লক্ষ টাকা। রবিবার এক সাংবাদিক সম্মেলন করে একথা বলেন দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস। এছাড়াও এদিন সমবায় দপ্তরের ক্ষতির বিবরণ তুলে ধরেন সমবায় রেজিস্টার দশরথ দেববর্মা।
গত ১৯শে আগস্ট থেকে ২৪ শে আগস্ট পর্যন্ত রাজ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে বিভিন্ন দপ্তরের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর। রাজ্যের প্রায় ১০২২২টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। তারমধ্যে ২০২৫টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এই ২০২৫ টি অঙ্গনওয়াড়ি মধ্যে দশটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র পুরোপুরি ভেঙ্গে পড়েছে।
রবিবার এক সাংবাদিক সম্মেলন করে বন্যা পরিস্থিতিতে রাজ্যের সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের বিভিন্ন ক্ষতির বিষয় তুলে ধরতে গিয়ে একথা বলেন দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস।
অন্যদিকে সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের পাশাপাশি এদিন সময় দপ্তরের ক্ষতির বিবরণ তুলে ধরেন সমবায় রেজিস্টার দশরথ দেব্বর্মা। তিনি সাংবাদিকদের সম্মুখীন হয়ে জানান ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে বিশেষ করে দক্ষিণ জেলা ও গোমতী জেলার ন্যায্য মূল্যের দোকান, পেক্স ও সমবায় সমিতির ব্যাপক ক্ষতি হয়েছে। এক্ষেত্রে দক্ষিণ জেলায় সর্বাধিক খতির পরিমাণ ৭৭ লক্ষ টাকা। সারা রাজ্যে মিলে এই ক্ষতি দাঁড়িয়েছে ২ কোটি ৭৫ লক্ষ টাকা।

