রিয়াদ, ১৪ সেপ্টেম্বর (হি.স.): প্রায় ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করার পর এই ম্যাচে রাতে রোনাল্ডোকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। এই উপলক্ষে তাঁর হাতে তুলে দেওয়া হয় ‘৯০০’ লেখা একটি জার্সি। সেই সঙ্গে ৯০০ লেখা বিশালাকার ব্যানার নিয়ে গ্যালারি মাতিয়ে রাখেন সমর্থকরা।রোনাল্ডোকে সম্মাননা দেওয়ার রাতটি অবশ্য আরেকটু হলে হতাশাতেই শেষ হতে পারতো। আল আহলির বিপক্ষে এই ম্যাচটি হারতে হারতে বেঁচে গেল আল নাসর। ৫৭ মিনিটে ফ্রাঙ্ক কেসির গোগো আল আহলি এগিয়ে যাওয়ার পর খেলা শেষের ৯ মিনিট আগে আত্মঘাতী গোলের সুবাদে কোনোরকমে হার এড়ায় আল নাসর। ম্যাচটি ১–১ গোলে ড্র হয়।এই ড্রয়ের পর প্রো লিগের টেবিলে ৬ নম্বরে আছে আল নাসর। তিন ম্যাচ খেলে তারা একটি জিতলেও ড্র করেছে অন্য দুই ম্যাচে।
2024-09-14