প্যারালিম্পিকে রূপো জয়ী দীপাকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (হি.স.) : রিও প্যারালিম্পিকে রূপো জয়ী দীপা মালিককে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী | modiটুইটারে দীপাকে শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদী | প্রধানমন্ত্রী নিজের টুইটারে লিখেছেন, খুব ভালো, দীপা| প্যারালিম্পিকে তোমার রুপো জয় গোটা দেশকে গর্বিত করেছে| আন্তরিক অভিনন্দন| শুধু প্রধানমন্ত্রী নন দীপার সাফল্যে গর্বিত গোটা দেশ| পদক জয়ের পরই সোশ্যাল মিডিয়ায় অভিনন্দনের ঝড় | শচিন তেন্ডুলকর, অভিনব বিন্দ্রা, সকলেই শুভেচ্ছা জানিয়েছেন দীপাকে|
প্রসঙ্গত, রিও প্যারালিম্পিকে এফ ৫৩ শটপাট ইভেন্টে রুপো জিতেছেন ভারতের দীপা মালিক| ছবারের চেষ্টায় তাঁর সবথেকে ভালো স্কোর ৪.৬১ মিটার| তাতেই রূপোর পদক জয় নিশ্চিত হয়ে য়ায় তাঁর| পদক জয়ের পরেই রিও থেকে দীপা সরাসরি বলে দিলেন, এটা তাঁর ও তাঁর পরিবারের জন্য গর্বের মুহূর্ত| তিনি বলেন, দেশের অক্ষম মহিলাদের সাহায্যের জন্য এই রুপো কাজে লাগাতে চাই|
দীপার জয়কে ঐতিহাসিক বলে উল্লেখ করেন শচিন| শুভেচ্ছা জানিয়েছেন অলিম্পিকে সোনাজয়ী অভিনব বিন্দ্রা| তিনি বলেন, তুমি ভারতীয়দের অনুপ্রেরণা| শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন বিজেন্দ্র সিং | শুভেচ্ছা জানিয়েছেন যোগেশ্বর দত্ত|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *