ভয়াবহ বন্যায় নগর উন্নয়ন দপ্তরের অধীনে মোট ৭৩.৬৯৩৫ কোটি টাকার সম্পত্তির ক্ষতি

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরায় টানা ৩দিন ধরে চলে প্রবল বর্ষণে রাজ্যের প্রায় সবকটি জেলাই জলমগ্ন হয়ে পড়ে। নগর উন্নয়ন দপ্তরের অধীনে মোট ৭৩.৬৯৩৫ কোটি টাকার সম্পত্তির ক্ষতি হয়েছে। আজ নগর উন্নয়ন দপ্তরের তরফ থেকে এই তথ্য পাওয়া গিয়েছে। 

ত্রিপুরায় টানা ৩দিন ধরে চলে প্রবল বর্ষণে রাজ্যের প্রায় সবকটি জেলাই জলমগ্ন হয়ে পড়ে। ব্যহত হয় জনজীবন, ক্ষতিগ্রস্ত হয় প্রচুর ব্যক্তিগত ও সরকারী সম্পত্তি। প্রায় প্রতিটি আরবান লোকাল বডির অধিকাংশ এলাকা চলে আসে ভয়ানক বন্যার কবলে ও গৃহহীন হয়ে পড়ে শতাধিক পরিবার। 

প্রতিটি পৌরসভা ও মহকুমা শাসকের যৌথ উদ্যোগে স্থাপন করা হয় বন্যা ত্রান শিবিড় যেখানে আশ্রয় নেয় হাজার হাজার গৃহহীন মানুষ। বন্যার ক্ষতির মূল্যায়ন করে দেখা যায় যে ত্রিপুরায় ২০ টি আরবান লোকাল বডিতে রাস্তা-ঘাট, ড্রেইন, কালভার্ট, ব্রীজ, পানিয় জল, পাইপ লাইন, বাড়ি-ঘর, পার্ক, মোটর স্ট্যান্ড, যাত্রী/বাজার শেড ইত্যাদী মিলে মোট ৭৩.৬৯৩৫ কোটি টাকার সম্পত্তির ক্ষতি হয়।

প্রশাসনের পক্ষ থেকে উপযুক্ত সময়ে সকল সম্ভব সহায়তা প্রদান করা হয়। বিনামুল্যে প্রদান করা হয় গুনমান সম্পন্ন খাদ্য ও পানীয় জল। বিভিন্ন এন. জি. ও মহকুমা শাসকের যৌথ উদ্যোগে বিতরন করা হয় অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী। বিভিন্ন যায়গায় স্থাপন করা হয় স্বাস্থ্য শিবির। বন্যা পরবর্তী পরিস্থিতিতে পুন:সংস্কার মূলক কার্য খুব দ্রুত গতিতে এগিয়ে চলছে সংশ্লিষ্ট দপ্তর গুলির স্বক্রিয় তত্বাবধানতায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *