মুসৌরিতে খাদে গাড়ি পড়ে নিহত দু’জন

দেরাদুন, ১৩ সেপ্টেম্বর (হি.স.): শুক্রবার সকালে দেরাদুন-মুসৌরি সড়কের শিবালিক পয়েন্টের কাছে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।  গাড়িতে থাকা দুজন নিহত হয়েছেন ও ৪ জন আহত হন।

খবর পেয়ে বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থলে পৌঁছয়। এসডিআরএফ জানায়, মোট ছয়জন গাড়িতে যাচ্ছিলেন। তাঁদের মধ্যে তিনজন নিরাপদে বেরিয়ে আসেন এবং সামান্য আহতও হন তাঁরা। অন্য তিনজন গাড়িতে আটকে পড়েন। উদ্ধারকারী দল খাদে নেমে একজন আহত ব্যক্তিকে উদ্ধার করেন। দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়।