কলকাতা, ১৩ সেপ্টেম্বর (হি.স.): “সরকারি হাসপাতাল সচল রাখা বিশেষভাবে দরকার”। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের বিরোধিতা করে এক্স হ্যান্ডলে মন্তব্য করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।
শুক্রবার তিনি লিখেছেন, “ধরণাস্থলে ‘অভয়া ক্লিনিক’? ‘অভয়া’র ন্যায়বিচারের দাবিতে পূর্ণ সমর্থন দিয়েও বলি- এই ক্লিনিক শুনতে ভালো। প্রচারে ভালো। পোস্টের লাইকে ভালো। কিন্তু কতটা চিকিৎসা বাস্তবে সম্ভব? সরঞ্জাম? এমার্জেন্সি? বড়সড় পরীক্ষা? বিশেষ করে, অপারেশন? সম্ভব?”

