নবান্নে মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক

 কলকাতা, সেপ্টেম্বর (হি. স.) : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে মঙ্গলবার বিকেল সাড়ে চারটে নাগাদ পূর্ব নির্ধারিত রাজ্য মন্ত্রিসভার বৈঠকটি রয়েছে। সদস্যদের হাজির থাকতেই নির্দেশ পাঠানো হয়েছে। বস্তুতঃ সাড়া পড়ে গিয়েছে রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে। সচিব পর্যায়েও ব্যস্ততা তুঙ্গে। কলকাতার পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েলের অপসারণ জরুরি বলে সরকারকে স্পষ্টভাবে জানিয়েছেন রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস। এ নিয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের মধ্যেই গত রবিবার এই স্পর্শকাতর বিষয়ে কথাবার্তা হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রের খবর এবং তা প্রকাশ্যেই চলে আসে। জরুরিকালীন ভিত্তিতে ওই সিদ্ধান্ত গ্রহণের জন্য নবান্ন’কে জানায় রাজভবন। এনিয়ে চর্চা তুঙ্গে। আন্দোলনকারীদের তরফে অপসারণ চাওয়া হয়েছে পুলিশ কমিশনারের। এখন সেদিকেই তাকিয়ে সকলে। বর্তমানে ওই পদে তাঁকে রেখে যে তদন্ত চলছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর তরফেও তা নিয়ে আদালতের দ্বারস্থ। জনস্বার্থ মামলা হয়েছে। প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে তা উড়িয়ে দেওয়া যায় না বলে অভিমত রাজনৈতিক দলগুলোর।