নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (হি.স.): শনিবার লখনউয়ের ট্রান্সপোর্ট নগর এলাকায় আচমকা ভেঙে পড়ে একটি বাড়ি। শনিবার পর্যন্ত এই ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছিল। রবিবার সকালে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮। আহত কমপক্ষে ২৮।
এই ঘটনায় নিহতদের প্রতি শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। পাশাপাশি প্রধানমন্ত্রী নিহত ও আহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। প্রত্যেক নিহতের পরিবারকে ২ লক্ষ টাকা করে দেওয়া হবে। আর আহতদের ৫০ হাজার টাকা দেওয়া হবে বলে জানা গেছে।