নয়াদিল্লি, ৭ সেপ্টেম্বর (হি.স.): হরিয়ানা বিধানসভা নির্বাচনের জন্য কংগ্রেস ও আম আদমি পার্টির সম্ভাব্য জোট প্রসঙ্গে নীরবতা বজায় রাখলেন এএপি-র জাতীয় মুখপাত্র প্রিয়াঙ্কা কক্কর। শনিবার এক সাংবাদিক সম্মেলনে প্রিয়াঙ্কা বলেছেন, আলোচনা চলছে। এখনই কিছু বলা খুব তাড়াতাড়ি হয়ে যাবে।এএপি-র জাতীয় মুখপাত্র প্রিয়াঙ্কা কক্কর আরও বলেছেন, “হরিয়ানায় আম আদমি পার্টি নিরন্তর কাজ করছে। আমরা ৯০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সম্পূর্ণ প্রস্তুত…আমাদের সংগঠন শক্তিশালী। আমরা ১-২ দিনের মধ্যে প্রার্থী ঘোষণা করব। তবে আমরা আশা করি (জোট নিয়ে) কিছু উপসংহারে পৌঁছাতে পারব।”
2024-09-07