হরিদ্বার, ৬ সেপ্টেম্বর (হি.স.): হরিদ্বারে উদ্ধার হয়েছে চুরি যাওয়া বাইক। গ্রেফতার করা হয়েছে দুই বাইক চোরকে। জানা গেছে, পুলিশ দুই বাইক চোরকে আটক করে তাদের কাছ থেকে চোরাই বাইকটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, ওই দুজনের নাম শীষ কুমার এবং আমান।
উল্লেখ্য, ২ সেপ্টেম্বর লাকসার এলাকার কুদি ভগবানপুর গ্রামের বাসিন্দা এক মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ তল্লাশি শুরু করে। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।

