সিঙ্গাপুর, ৫ সেপ্টেম্বর (হি.স.): সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আগ্রাসীভাবে এগিয়ে যাচ্ছে ভারত। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সিঙ্গাপুরে বিজনেস লিডার্স সামিটে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আমরা অনুমানযোগ্য এবং প্রগতিশীল নীতি নিয়ে এগিয়ে যাচ্ছি… ভারতে রাজনৈতিক স্থিতিশীলতা রয়েছে। আমরা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আগ্রাসীভাবে এগিয়ে যাচ্ছি। আমরা এই সেক্টরে একটি সম্পূর্ণ ইকোসিস্টেম তৈরি করতে যাচ্ছি… ভারতের টায়ার ২ এবং টায়ার ৩ শহরে স্টার্টআপগুলি খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে।”ভারতে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, “আমরা ভারতে দক্ষতা উন্নয়নে ফোকাস করছি…এটা আমার তৃতীয় মেয়াদ। যারা ভারতের সাথে পরিচিত তারা জানেন, ৬০ বছর পর একটি সরকারকে তৃতীয়বার জনাদেশ দেওয়া হয়েছে। এর পেছনের কারণ হল আমার সরকারের নীতির প্রতি জনগণের আস্থা…বিশ্বে যদি দ্রুততম বর্ধনশীল কোনও এভিয়েশন সেক্টর থাকে, তবে তা ভারতে। এমআরও থাকা আমাদের জন্য একটি অগ্রাধিকার। বিমানবন্দরের উন্নয়নে বিনিয়োগ করতে আপনাদের (ব্যবসায়িকদের) ভারতে আসা উচিত।”
2024-09-05