করিমগঞ্জ (অসম) ৩ সেপ্টেম্বর (হি.স.) : মহিলা ও শিশুদের কল্যাণে করিমগঞ্জ জেলায় সমাজ কল্যাণ বিভাগের অধীনস্থ ডিস্ট্রিক্ট হাব ফর এমপাওয়ারমেন্ট অফ ওম্যান থেকে চলতে থাকা ১০০ দিবসীয় কার্যসূচী মিশন শক্তির অধীনে সোমবার নিলাম বাজার খণ্ড প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে করিমগঞ্জের মহিলা ও শিশু কল্যাণ বিভাগের উদ্যোগে এবং জাতীয় স্বাস্থ্য মিশনের সহযোগিতায় সহযোগী বিভাগের সাথে তালিকাভুক্তকরণ অভিযান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জাতীয় স্বাস্থ্য মিশনের চারজন কর্মকর্তা, ডিস্ট্রিক্ট হাব ফর এমপাওয়ারমেন্ট অফ ওম্যানের দুইজন লিঙ্গ বিশেষজ্ঞ এবং অঙ্গনওয়াড়ি সুপারভাইজার ও কর্মী তথা গর্ভবতী মহিলা, দুগ্ধ পান করানো মাতৃ এবং ১৮ থেকে ৪৫ বছর বয়সী ৩১ জন মহিলা অংশগ্রহণ করেন। শুধু মহিলা ও শিশুদের জন্য অনুষ্ঠিত এই অভিযানে সচেতনতার অভাবে যেসব হিতাধিকারী আয়ুষ্মান কার্ড পাওয়া থেকে বঞ্চিত রয়েছেন তাদেরকে তালিকাভুক্ত করা হয়। পাশাপাশি পোর্টেলে আবেদন করার পর কিভাবে আয়ুষ্মান কার্ড জেনারেট করতে হয় সে সম্পর্কে সচেতনতা প্রদান করা হয়। এছাড়াও ওইদিন জাতীয় স্বাস্থ্য মিশনের নিলাম বাজার খন্ড প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সহায়তায় ডিস্ট্রিক্ট হাব ফর এমপাওয়ারমেন্ট অফ ওম্যান থেকে ২৭ জন মহিলার আয়ুষ্মান কার্ড তৈরির ব্যবস্থা করে দেওয়া হয়।