নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৭ আগস্ট: বিশালগড় রাউৎখলা যুব সংস্থার দূর্গা পূজার খুঁটি পূজা অনুষ্ঠিত হয় মঙ্গলবার। তাদের পূজার এবারের থিম মিশরের পিরামিড। এ বছর দুর্গাপূজাকে সামনে রেখে বিশালগড় মহকুমার সমস্ত ক্লাবগুলোর মধ্যে সর্বপ্রথম দুর্গা পূজার খুঁটি পূজা করল বিশালগড় রাউৎখলা যুব সংস্থা ক্লাব।
মঙ্গলবার সকালে বিশালগড় রাউৎখলা যুব সংস্থা ক্লাবের দুর্গা পূজার সম্পাদক, সভাপতি এবং কোষাধ্যক্ষ মৃন্ময় সাহা, অনিমেষ সাহা, দেবজিৎ সাহা এবং ক্লাব সম্পাদক সৈকত সাহা সহ ক্লাবের সমস্ত কর্মকর্তারা জানিয়েছেন এবারের দুর্গা পূজার থিম হবে মিশরের পিরামিড। মূর্তি প্যান্ডেল লাইটিং সমস্ত কিছু থাকবে কলকাতার। কলকাতার শিল্পীরা তৈরি করবে মিশরের পিরামিড।
পঞ্চমী দিন পুজো প্যান্ডেলের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা। সপ্তমী দিন ক্লাব প্রাঙ্গনে হবে রক্তদান শিবির। অষ্টমী এবং নবমী দিন হবে অন্ন ভোগ। থাকবে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশালগড় মহকুমার সমস্ত নাগরিক বৃন্দসহ আপামর রাজ্যবাসীকে পুজো প্যান্ডেল মূর্তি লাইটিং দেখতে এবং প্রসাদ গ্রহণ করতে ও স্বেচ্ছায় রক্তদান শিবিরে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানিয়েছে রাউৎখলা যুব সংস্থা ক্লাব কতৃপক্ষ। এবারের রাউৎখলা যুব সংস্থার মিশরের পিরামিড থিম গোটা রাজ্যবাসীর দৃষ্টি আকর্ষণ করবে বলে আশা বিরক্ত করেছেন ক্লাব কর্তৃপক্ষ। থাকবে ক্লাবের তরফ থেকে এলাকার যুবকদের নিয়ে স্বেচ্ছাসেবক কমিটি।