নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ আগস্ট: মেয়ের অপহরণকারীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করতে এসে এক মহিলা সাব ইন্সপেক্টরের দুর্ব্যবহারের শিকার হয় বাবা । মামলা নিতে অস্বীকার করে পুলিশ। ঘটনার সোমবার রাতে আমতলী থানায়।
সেকেরকোট রামঠাকুর আশ্রম সংলগ্ন এলাকার এক নাবালিকা মেয়েকে গৃহ শিক্ষকের বাড়িতে যাওয়ার পথে বিশালগড় থানার অন্তর্গত চাম্পামুড়া বাগানিয়ামুড়া এলাকার সজল ভৌমিকের ছেলে রূপক ভৌমিক প্রলোভন দেখিয়ে অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ। সোমবার সন্ধ্যায় আমতলী থানার মহিলা সাব-ইন্সপেক্টর সুস্মিতা দেবনাথ নাবালিকা মেয়েটির পরিবারের লোকজনদের থানায় আসতে খবর পাঠায়। অথচ পুলিশ নাবালিকা অপহরণের মামলা গ্রহণ করেনি।
উপরন্ত নাবালিকার পরিবারের সঙ্গে দুর্ব্যবহার করে বলে অভিযোগ। পুলিশের এ ধরনের আচরণে তীব্র অসন্তোষ প্রকাশ করে নাবালিকার পরিবার। তারা রাজ্যের মুখ্যমন্ত্রী সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের কাছে দাবী জানিয়েছেন যে তাদের মতো পুলিশ অফিসারকে আমতলী থানা থেকে শীঘ্রই যেন অন্যত্র সরানো হয় । পাশাপাশি অপহরণ হওয়া নাবালিকা মেয়েকে খুঁজে বের করার আবেদন জানিয়েছে নাবালিকার পরিবার ।