নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ আগস্ট: চিরাচরিত প্রথা ও রীতিনীতি মেনে ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথিতে আগরতলার দুর্গা বাড়িতে কাঠামখিলির মধ্য দিয়ে দশভুজা দেবীর প্রতিমা তৈরীর কাজ শুরু হয়েছে।
প্রতি বছর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথিতে দুর্গা বাড়িতে ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশে দুর্গা প্রতিমার কাঁঠাম খিলি দেওয়া হয়ে থাকে। এ বছরও তার কোন ব্যতিক্রম ঘটেনি।
জন্মাষ্টমীতেই দুর্গা প্রতিমার কাঠামখিলের মধ্য দিয়ে প্রতিমা তৈরির কাজ শুরু হয়েছে। কাঠামখিলি উপলক্ষে এদিন দুর্গা বাড়িতে বিশেষ পূজার্চনার আয়োজন করা হয়।