গুয়াহাটি, ২৬ আগস্ট (হি.স.) : বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সদস্য নিৰ্বাচিত হয়েছেন অসমের দুই বিজেপি নেতা রামেশ্বর তেলি (প্ৰাক্তন কেন্দ্ৰীয় মন্ত্ৰী) এবং মিশনরঞ্জন দাস (অসম রাজ্য পরিবহণ নিগমের অধ্যক্ষ তথা উত্তর করিমগঞ্জের চারবারের বিধায়ক)।
নির্বাচনী প্রক্রিয়াটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সম্পন্ন হয়েছে। কারণ বিরোধীরা কোনও প্রার্থী না দেওয়ায় শাসকদল বিজেপি মনোনীত দুই প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। অসম থেকে বিজেপির দুই নেতা রাজ্যসভার সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার পর উভয়কে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন অসম প্রদেশ বিজেপি সভাপতি ভবেশ কলিতা, মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শৰ্মা, কেন্দ্ৰীয় মন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল, দুই শরিক দল যথাক্রমে অগপ সভাপতি অতুল বরা, ইউপিপিএল-সুপ্ৰিমো প্ৰমোদ বড়ো প্ৰমুখ বহুজন।
এদিকে নির্বাচনী কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে রামেশ্বর তেলি এবং মিশনরঞ্জন দাস বিজয়ী বলে স্বীকৃতি দিয়ে উভয়ের হাতে শংসাপত্র তুলে দিয়েছেন। অসম থেকে দুই বিজেপি প্রার্থী বিজয়ী হওয়ায় উচ্চকক্ষ রাজ্যসভায় দলের অবস্থান মজবুত হয়েছে হলে দাবি করা হচ্ছে।
প্ৰসঙ্গত গত ২১ আগস্ট ভারতীয় জনতা পার্টির অসম প্রদেশ সভাপতি ভবেশ কলিতা, মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শৰ্মা, কেন্দ্ৰীয় মন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল, দুই শরিক দল যথাক্রমে অগপ সভাপতি অতুল বরা, ইউপিপিএল নেতা তথা রাজ্যের পরষদীয় মন্ত্রী উর্খাও গৌরা ব্রহ্মদের সঙ্গে নিয়ে মিশন রঞ্জন দাস এবং রামেশ্বর তেলি রাজ্যসভার প্রার্থী হিসেবে তাঁদের মনোনয়ন জমা দিয়েছিলেন।
অসম থেকে বিজেপির দুই নেতা বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার পর উভয়কে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শৰ্মা। তিনি তাঁর এক্স হ্যান্ডলে শুভেচ্ছা ও অভিনন্দন বার্তায় লিখেছেন, ‘তাঁদের প্রার্থীকে দ্ব্যর্থহীন সমর্থনের জন্য আমাদের বিধায়ক এবং এনডিএভুক্তদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আত্মবিশ্বাসী, উভয় প্রবীণ নেতাই উচ্চকক্ষে নতুন শক্তির সাথে চা জনগোষ্ঠী এবং বরাক উপত্যকার আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করবেন।’