এসইউসিআই – এর উদ্যোগে বন্যাপীড়িত জনগণের জন্য ত্রাণ সংগ্রহ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ আগস্ট:
এসইউসিআই  দলের পক্ষ থেকে মিলনচক্র, এমবিটিলা বাজার সহ এডিনগর অঞ্চলে ত্রিপুরা রাজ্যের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যে ত্রান  সংগ্রহ করা হয়। বন্যা দুর্গত মানুষের সাহায্যার্থে ত্রাণ সংগ্রহ অভিযানে নামলো এস ইউ সি আই।

রবিবার রাজধানী আগরতলা শহর এলাকার মিলনচক্র, এমবি টিলা, এডিনগর সহ বিভিন্ন এলাকায় ত্রাণ সংগ্রহ করে এসইউসিআই। সংগঠনের প্রবীণ নেতা অগ্রগত চক্রবর্তী রাজ্যের আপামর জনগণকে সাহায্যের হাত বাড়ানোর আবেদন জানান। তিনি বলেন সাম্প্রতিক বন্যায় রাজ্যে প্রায় ১৫ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ২৬ জন প্রাণ হারিয়েছেন। বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের পাশে দাঁড়াতে এই ত্রাণ সংগ্রহ অভিযানে নেমেছে সংগঠন। সকলকে সহযোগিতার হাত সম্প্রসারিত করার জন্য তিনি আবেদন জানিয়েছেন।