BRAKING NEWS

ক্রীড়া দিবস উদযাপন উপলক্ষে  বিভিন্ন কর্মসূচির আয়োজন ২৯শে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। আগামী ২৯ আগস্ট হকির জাদুকর ধানচাদের জন্মদিন। ওই দিন সারাদেশেই জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালন করা হয়। এই উপলক্ষে ওইদিন থেকেই রাজ্যভিত্তিক সিনিয়র পুরুষদের হকি টুর্নামেন্ট শুরু করতে চলেছে ত্রিপুরা হকি এসোসিয়েশন। এ ডি নগর পুলিশ হকি গ্রাউন্ডে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তিন দিনব্যাপী আয়োজিত এই টুর্নামেন্ট চলবে ৩১ আগস্ট পর্যন্ত। ২৯ আগস্ট বিকেল চারটায় রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায় এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে। এদিকে, অন্যান্য বারের মতো এবারও আগামী ২৯ আগস্ট জাতীয় ক্রীড়া দিবস উদযাপন উপলক্ষে রাজ্যব্যাপি বিভিন্ন কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্যোক্তা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর। ওইদিন পশ্চিম জেলা সহ রাজ্যের সব কটি মহাকুমা ও জেলা দপ্তর গুলোর উদ্যোগে বিভিন্ন ইভেন্টে খেলাধুলা সংগঠিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি ক্রীড়া মন্ত্রী টিংকু রায়ের পৌরহিত্যে ক্রীড়া দপ্তরের এক বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হকি, ফুটবল, ভলিবল, হ্যান্ডবল, কাবাডি এবং সাঁতার সহ বিভিন্ন ইভেন্টে খেলাধুলা আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে। হকি ইভেন্টকে প্রাধান্য দিয়ে প্রতিটি জায়গায় দুই বা তিনটি ইভেন্ট আয়োজনের উদ্যোগ নেয়া হবে। ওই দিন সকালে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে একটি র‌্যালী বের করার উদ্যোগ নেওয়া হবে। টাউন হলে আয়োজিত হবে কেন্দ্রীয় অনুষ্ঠান। উমাকান্ত একাডেমির বাইরের মাঠে বিভিন্ন ইভেন্টের খেলাধুলা অনুষ্ঠিত হবে। বিকেলে পুলিশ মাঠে প্রদর্শনী হকি ম্যাচেরও আয়োজন করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *