নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২২ আগস্ট: উদয়পুর খিলপাড়া এলাকা সহ বিস্তীর্ণ এলাকায় দিনরাত ২৪ ঘন্টা সাধারণ জনগণকে উদ্ধার কাজে নিযুক্ত উদয়পুর বিপর্যয় মোকাবিলা কর্মীরা। এখন পর্যন্ত প্রায় শতাধিক পরিবারকে উদ্ধার করেছেন বলে জানিয়েছেন তারা।
জনৈক্য বিপর্যয় মোকাবেলা দলের কর্মী বলেন, উদয়পুরের বিভিন্ন এলাকা থেকে তাদের কাছে উদ্ধারের জন্য সাহায্য চাওয়া হচ্ছে। সেই অনুযায়ী তারা বিভিন্ন এলাকায় গিয়ে বন্যার জলে আটকে থাকা জনগণকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছেন। বিকেল পর্যন্ত প্রায় শতাধিক পরিবারকে তারা উদ্ধার করেছেন। আরো বেশ কিছু পরিবার বন্যার জলে আটকে আছে। তাদেরকে উদ্ধারের জন্য তারা তাদের কাজ অব্যাহত রেখেছেন বলে জানিয়েছেন।