ভূমিধ্বস পড়ে মৃত্যু এক মহিলার

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ২১ আগস্ট: রাজ্যে প্রবল বর্ষণে ফের ঘরের উপর মাটির ধ্বসে পড়ে এক বৃদ্ধ মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত মহিলার নাম মিলন রানী দেববর্মা। ঘটনা সোনামুড়া থানাধীন ধনীরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়।

ঘটনার বিবরণে জানা গেছে সোনামুড়া থানাধীন ধনিরামপুর গ্রাম পঞ্চায়েতের ময়নামুড়া এলাকার বাসিন্দা মিলন রানী দেববর্মা বুধবার সকালে নিজ  ঘরে রান্নার কাজ করছিলেন।  প্রবল বর্ষণের  সময় হঠাৎ করে  রান্না ঘরের ওপর ভেঙ্গে পড়ে পাহাড়। আর পাহাড় ভেঙ্গে  মাটি ধ্বসে পড়ায় ঘটনাস্থলেই  মিলনী রানী  দেববর্মার মর্মান্তিক মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।