নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ সেপ্ঢেম্বর৷৷ ৫ সেপ্ঢেম্বর দেশের প্রথম রাষ্ট্রপতি সর্বপল্লী ডঃ রাধাকৃষ্ণণের জন্মদিন৷ দিনটি
গোটা দেশেই শিক্ষক দিবস হিসেবে পালিত হয়ে থাকে৷ এই দিবসটিকে স্মরণীয় করে রাখতে প্রতিবছরই দেশের শিক্ষকদের জাতীয় পুরস্কারে ঘোষিত করে থাকেন রাষ্ট্রপতি৷ এবছরও ৫ সেপ্ঢেম্বর নয়াদিল্লিতে শিক্ষক দিবস অনুষ্ঠান উপলক্ষ্যে রাষ্ট্রপতি প্রণব মুখার্জি শিক্ষকদের হাতে জাতীয় পুরস্কার তুলে দেবেন৷ এবছর ত্রিপুরা থেকেও দুজন শিক্ষক জাতীয় পুরস্কার পাওয়ার জন্য নির্বাচিত হয়েছেন৷ তাদের মধ্যে একজন হলেন উদয়পুরের জগন্নাথ দিঘির পাড়ের বাসিন্দা৷ তিনি দীর্ঘদিন ধরেই শিক্ষকতা করে আসছেন৷ শিক্ষক দিবস উপলক্ষ্যে এবৎসর রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছেন রাজ্যের দুইজন শিক্ষক৷ এর মধ্যে একজন শিক্ষক হচ্ছেন গোমতী জেলার উদয়পুরের রাজারবাগ উচ্চ বুনিয়াদি সুকলের প্রধান শিক্ষক বিধান নন্দী৷ আগামী ৫ সেপ্ঢেম্বর শিক্ষক দিবসের দিন রাজধানী দিল্লিতে রাষ্ট্রপতি প্রণব মুখার্জির হাত থেকে পুরস্কার ও সংবর্ধনা গ্রহণ করবেন বিধান নন্দী৷ ৫৫ বৎসর বয়সী বিধানবাবু বিএ এবং বিএসসি দুটোই পাশ৷ বাড়ি উদয়পুরের জগন্নাথ দিঘির পূর্ব পাড়ে৷ গত ২ বৎসর যাবত বিধানবাবু অত্যন্ত সুনামের সাথে রাজারবাগ উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছেন৷ বিধানবাবুর এই সাফল্যে খুশী রাজারবাগর উচ্চ বুনিয়াদী সুকলের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা সহ গোটা গোমতী জেলাবাসী৷ এবৎসর রাষ্ট্রপতি পুরস্কারের জন্য নির্বাচিত হওয়ার ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাইলে বিধানবাবু বলেন, এই সম্মান তার একার নয় এই সম্মান তার সহকর্মীদের পাশাপাশি গোটা জেলাবাসীর৷ উনি জানান, ছাত্রছাত্রীদেরকে কুসংস্কারমুক্ত করাই হল উনার লক্ষ্য৷ এইব্যাপারে সুকলের শিক্ষক শিক্ষিকাদের অভিমত বিধানবাবু সুকলে জয়েন করার পর থেকেই সুকলের অনেক উন্নয়ন হয়েছে৷ তিনি সর্বদা সুকলের ছাত্রছাত্রীদের স্বার্থে কাজ করে যাচ্ছে৷ উনার এই সাফল্যে সুকলের শিক্ষক শিক্ষিকাদের ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়৷
2016-09-02
