ইমফল, ২১ জুলাই (হি.স.) : হিংসাজর্জর বাংলাদেশ থেকে মণিপুরিদের নিরাপদে প্রত্যাবর্তনের জন্য ভারতের বিদেশমন্ত্রী ড. এস জয়শংকরকে ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী নংথমবাম বীরেন সিং।
মুখ্যমন্ত্রী তাঁর অফিশিয়াল এক্স হ্যান্ডলে একটি পোস্টের মাধ্যমে ভারতের বিদেশমন্ত্রী ড. এস জয়শংকরের সক্রিয় ভূমিকের জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘বাংলাদেশের ক্রমবর্ধমান সহিংস পরিস্থিতি সম্পর্কে আমি ব্যক্তিগতভাবে ভারতের বিদেশমন্ত্রী ড. এস জয়শংকরের সঙ্গে যোগাযোগ করেছিলাম। আমরা মণিপুরিদের নিরাপদ প্রত্যাবর্তনের ব্যবস্থা করতে একসাথে কাজ করছি।’
তিনি পরিস্থিতি পর্যবেক্ষণে এবং ভারতীয় নাগরিকদের নিরাপদ প্যাসেজ নিশ্চিত করার জন্য জয়শংকরের প্রত্যক্ষ সম্পৃক্ততার ভূয়সী প্রশংসা করেছেন।