ভিকি হত্যাকান্ডে মূল অভিযুক্তকে আদালতে পেশ, ১০ দিনের পুলিশ রিমান্ডে আর্জি

আগরতলা, ১২ জুলাই: ভিকি হত্যাকান্ডে মূল অভিযুক্ত রাজু বর্মনকে আজ মুখ্য বিচার বিভাগীয় আদালতে তোলা হয়েছিল। আদালতের কাছে ১০ দিনের পুলিশ রিমান্ডের আর্জি জানালেন সরকার পক্ষের আইনজীবী শংকর লোধ।

এদিন তিনি বলেন, গত ১০ জুলাই গৌহাটি থেকে ভিকি হত্যাকান্ডের মূল অভিযুক্ত রাজু বর্মণকে গ্রেফতার করা হয়েছিল। তারপর তাকে গৌহাটির ম্যাজিস্ট্রেট কোর্টে তোলা হয়েছিল। আজ তাকে মুখ্য বিচার বিভাগীয় আদালতে তোলা হয়েছে। আদালতের কাছে ১০ দিনের পুলিশ রিমান্ডের আর্জি জানানো হয়েছ।