নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৪ জুলাই: ২০২৩ সালের ১৬ থেকে ১৮ই নভেম্বর মাসে মিদিলির নামে ঘূর্ণিঝড় ওঠে। এই মিদিলি নামক ঘূর্ণিঝড়ে রাজ্যর বিভিন্ন মহকুমা প্রান্তিক কৃষকদের কৃষিজ ফসল নষ্ট হয়। তাতে প্রান্তিক কৃষকরা ক্ষতির সম্মুখীন হয়। এই ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ানো রাজ্য কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর।
খোয়াই কৃষি মহকুমা এলাকায় কৃষকদের ক্ষতির সম্মুখীন হয়। আজ দুপুর বারোটা নাগাদ পঞ্চায়েত সমিতির কনফারেন্স হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ঘূর্ণিঝড়ের ক্ষতিগ্রস্ত ২৫৩৩ জন কৃষককে সরাসরি কৃষকের ব্যাংক একাউন্টে তহবিল প্রদান করা হয়। এদিক এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী।
তাছাড়া উপস্থিত ছিলেন খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস দাস, হোয়াই জেলা পরিষদের সুব্রত মজুমদার, খোয়াই কৃষি মহকুমা কৃষি তত্ত্বাবধায়ক শ্রীকান্ত নাথ সহ অন্যান্যরা। এদিন খোয়াই মহকুমা কৃষি এলাকার ২৫ টি গ্রাম পঞ্চায়েত ও একটি পৌর পরিষদের ঘূর্ণিঝড়ের ক্ষতিগ্রস্ত ২৫৩৩ জন কৃষককে সর্বমোট ৫১ লক্ষ ৪২ হাজার টাকা প্রদান করা।