ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জয়ের হ্যাটট্রিক ইকফাই ফুটবল ক্লাবের। প্রথম ম্যাচে সরোজ সংঘের সঙ্গে ন্যূনতম গোলে হারটা তাদের যেন কাম ব্যাকের উৎসাহে আরও বেশি উদ্দীপিত করে তুলেছে। যার ফলস্বরূপ পরপর তিন ম্যাচে জয়। আজ সোমবার উমাকান্ত কোচিং সেন্টারকে পাঁচ-শুন্য গোলের বড় ব্যবধানেই পরাজিত করেছে। এর আগে সবুজ সংঘ কে আট- শুন্য গোলে এবং কদমতলী যুব সংস্থাকে ৫-০ গোলে হারিয়ে সাফল্যের পথ প্রশস্ত করে নিচ্ছে। ত্রিপুরা ফুটবলে এসোসিয়েশন আয়োজিত সি-ডিভিশন ফুটবল লিগের বি গ্রুপের ১৩ তম ম্যাচ স্থানীয় উমাকান্ত মিনি স্টেডিয়ামে বেলা একটায় ম্যাচ শুরু থেকেই ইকফাই ফুটবল ক্লাবের আক্রমণ ভাগের ছেলেরা ছক কষে আক্রমণ রচনা করতে থাকে। ২১ মিনিটের মাথায় রাকেশ জমাতিয়া এবং ৪০ মিনিটের মাথায় গোবিন্দ পূর্ণ জমাতিয়া পর পর দুটি গোল করে দলকে দুই- শূন্যতে লিড এনে দেয়। দ্বিতীয়ার্ধেও ইকফাই এর ছেলেরা একতরফা আক্রমণ রচনা করতে থাকে। ৬৫ ও ৭৫ মিনিটের মাথায় পর পর দুই গোল দলকে ৪-০ তে এগিয়ে দেয়। চার মিনিট বাদে রোহিত জমাতিয়ার গোলে ব্যবধান ৫-০ তে চূড়ান্ত করে। পরবর্তী সময়ে রক্ষণভাগ গুরুত্ব দিয়ে এক ফায়ের ছেলেরা সময়টা অতিক্রম করে নেয়। এদিকে খেলায় অসদাচরণের এর দায়ে বিজিত দলের আলী আহমেদকে রেফারি হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি সুকান্ত দত্ত, খোকন সাহা, চিরঞ্জিত দেববর্মা ও বিশ্বজিৎ নাথ।
2024-07-01