কলকাতা, ২৭ জুন (হি. স.): প্রথম সেমিফাইনালে আফগানিস্তানকে হারিয়ে ফাইনালে উঠে গেছে দক্ষিণ আফ্রিকা। ফাইনালে কি উঠতে পারবে ভারত ? গায়ানা থেকে যে আপডেট এসেছে তাতে দেখা যাচ্ছে ভারতের ফাইনাল খেলার সম্ভাবনা খুবই জোরালো।
গায়ানার সর্বশেষ আপডেট বলছে, সেখানকার আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ভারত-ইংল্যান্ড ম্যাচ চলাকালীন বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় ৯০ শতাংশ। ম্যাচে বৃষ্টি হলে এবং ম্যাচ বাতিল হলে সরাসরি ফাইনালে যাওয়ার টিকিট পাবে টিম ইন্ডিয়া। কারণ গ্রুপ ১-এ ভারত অপরাজিত হয়ে শীর্ষে রয়েছে।
বলা আছে বৃষ্টি হলে এই ম্যাচে ১০ ওভার পরই ডিএলএস ব্যবহার করা যাবে। আর ম্যাচে বৃষ্টি বাঁধা হলে টিম ইন্ডিয়াই সুবিধা পাবে। কারন দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচের জন্য কোনও রিজার্ভ ডে নেই। এমন পরিস্থিতিতে বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলে ভারত ফাইনালে পৌঁছে যাবে। এই সংবাদ ইংল্যান্ড ক্রিকেট টিমের দুশ্চিন্তা বাড়ছে।