হাফলং (অসম) ২৬ জুন (হি. স.) : ডিমা হাসাও জেলার মাহুরে ডাম্পারের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে মাহুর বাজারে টিআর-০১এটি ১৫০১ নম্বরের একটি ডাম্পারের ধাক্কায় মাহুর থানার অন্তর্গত কুইজেন পামে (৪৮) নামের এক ব্যক্তি নিহত হন। জানা গেছে কুইজেন পামে নামের ব্যক্তি মাহুর বাজারে হেঁটে যাওয়ার সময় পিছন দিক থেকে আসা একটি ডাম্পার তাকে ধাক্কা মারলে ওই ব্যক্তি রাস্তার পাশে ছিটকে পড়েন এবং তার একটি পা ভেঙ্গে গুরুতর ভাবে জখম হন। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে মাহুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করানো হলে গুরতর ভাবে জখম কুইজেন পামের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য হাফলং সরকারি হাসপাতালে পাঠানো হয়। তবে জখম কুইজেন পামেকে হাফলং সরকারি হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করে।
এদিকে দূর্ঘটনার পরই মাহুর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডাম্পার চালকে গ্রেফতার করে মাহুর থানায় নিয়ে যায়। কিন্তু এই দূর্ঘটনার পর মাহুর এলাকার উত্তেজিত স্থানীয় মানুষ জরো হয়ে মাহুর থানা ঘেরাও ডাম্পারের চালককে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানাতে থাকে। অবশেষে পুলিশ উত্তেজিত জনতাকে বুঝিয়ে শুনিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।