হরিশ্চন্দ্রপুর, ২৪ জুন (হি. স.) : অঙ্গনওয়াড়ি কেন্দ্রে একাধিক অনিয়মের অভিযোগ উঠল। কখনও পরিমাণে কম খাবার দেওয়া, আবার কখনও প্রকৃত শিশু ও মায়েদের খাবার না দেওয়ার পাশাপাশি দীর্ঘদিন ধরে কোনও কারণ না দেখিয়ে সেন্টার বন্ধ করে দেওয়া এবং মাঝেমধ্যেই নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ উঠেছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর-১ নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণপাড়া এলাকায়। অভিযুক্ত ওই অঙ্গনওয়াড়ি কর্মীর নাম রুপাবানু পারভীন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে সেন্টার খুললে এলাকার বাসিন্দা এবং অভিভাবকরা সেখানে এসে সেন্টারের রুপাবানু পারভীন সহ অন্যান্য কর্মীদের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভের খবর পেয়ে দুপুরবেলা সেন্টারে যান তিনি। সেখানে গিয়ে সমস্ত ঘটনা তদন্ত করে দেখেন রুপাবানু। যদিও তিনি সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন।
স্থানীয় বাসিন্দা আনোয়ারুল হকের অভিযোগ, নিয়মিত সেন্টার খোলা হয় না। সপ্তাহে বেশিরভাগ দিনই খিচুড়ি দেওয়া হয়।। খাবার নিম্নমানের এবং পরিমাণে কম দেওয়া হয়। যদিও এ ব্যাপারে সুসংগত শিশু বিকাশ প্রকল্পের হরিশ্চন্দ্রপুর-১ নম্বর ব্লকের আধিকারিক আব্দুস সাত্তার বলেন, ঘটনার কথা শুনে আমি ওই এলাকায় গিয়েছিলাম। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে, প্রমাণিত হলে ব্যবস্থা গ্রহণ হবে।