আগরতলা, ২৪ জুন: গোপন সংবাদের ভিত্তিতে চুরি যাওয়া নম্বরবিহীন বাইক সহ দুই জন কুখ্যাত চোরকে জালে তুলতে সক্ষম হয়েছে পশ্চিম আগরতলা থানার পুলিশ। তাঁদের মধ্যে একজন বাংলাদেশী বলে জানিয়েছেন পশ্চিম থানার ওসি পরিতোষ দাস।
পশ্চিম থানার ওসি পরিতোষ দাস জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল চুরি যাওয়া নম্বর বিহীন বাইক উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। সাথে দুই চোরকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে গত মাসে তারা এই বাইক চুরি করেছিলেনগতকাল জয়নগর থেকে বাইক সহ তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। আজ পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে।
এদিন তিনি আরও বলেন, ধৃতরা হলেন, চান্দিনামুড়ার বাসিন্দা আলমগির হোসেন এবং বাংলাদেশী অরিজিৎ হোসেন।