ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। তৃতীয় ম্যাচের মাথায় প্রথম জয়ের স্বাদ পেয়েছে বিশালগড়। মূলতঃ এটি সান্তনার জয়। সিনিয়র স্টেট মিট এলিট গ্রুপে ৭ উইকেটে হারিয়েছে কৈলাশহরকে। গ্রুপ লীগের শেষ ম্যাচে দুর্দান্ত জয় পেলেও এবারের মত মূল পর্বে খেলা বিশালগড়ের কাছে অধরাই থেকে যাচ্ছে। কেননা ইতোমধ্যে গ্রুপ এ থেকে শান্তিরবাজার ও উদয়পুর সেমিফাইনালে খেলার ছাড়পত্র পেয়ে গেছে। ধর্মনগর কলেজ গ্রাউন্ডে শনিবারে ম্যাচ শুরুতে টস জিতে কৈলাশহর প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেই। ব্যাটিং ব্যর্থতার কবলে পড়ে কৈলাসহর ২০.২ ওভার খেলে ১১৭ রানের ইনিংস গুটিয়ে নেয়। দলের পক্ষে অভীক পাল সর্বাধিক ৩৯ রান পায়। বিশালগড়ের জয়দেব দেব, অমিত আলী ও রাজিব হোসেন প্রত্যেকে দুটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে বিশালগড় ১৫.৪ ওভার খেলে তিন উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। অমিত আলী এবং শাহীল সুলতান দুজনেই ৩২ করে রান সংগ্রহ করে দলকে জয় এনে দেয়। অমিত আলী অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাবও পায়। দিনের খেলা: পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে কমলপুর বনাম মোহনপুর।
2024-06-22