সিনিয়র রাজ্য ক্রিকেটে খোয়াইকে হারিয়ে জয় অব্যাহত জিরানিয়ার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। লাগাতর দ্বিতীয় ম্যাচেও জয়ী জিরানিয়া। তাও শক্তিশালী খোয়াই কে হারিয়ে। টানা এই জয়ের সুবাদে জিরানিয়া সিনিয়র স্টেট মিট প্লেট গ্রুপে এ বিভাগ থেকে সেমিফাইনালে খেলার দাবিদার হয়ে উঠছে। প্রথম ম্যাচে অমরপুর কে ১১ রানে হারানোর পর আজ, শুক্রবার রিজার্ভ ডে তে দ্বিতীয় ম্যাচে খোয়াইকে শ্বাসরুদ্ধকরভাবে তিন রানে পরাজিত করলেও পরবর্তী আর একটা ম্যাচে জয়ী হতে পারলেই সেমিফাইনালে খেলা নিশ্চিত হয়ে যাবে। মেলাঘরে শহীদ কাজল স্মৃতি ময়দানে বেলা দুইটা নাগাদ ম্যাচ শুরু করতে হয়েছে বলে ওভার সংখ্যা কমিয়ে শেষ পর্যন্ত উনিশ করা হয়। টস জিতে খোয়াই প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে জিরানিয়া নির্ধারিত ১৯ ওভারে চার উইকেট হারিয়ে ১০৮ রান সংগ্রহ করে‌। জবাবে খোয়াই ৯ উইকেট হারিয়ে ১০৫ রান সংগ্রহ করতেই নির্ধারিত ১৯ ওভার শেষ হয়ে যায়। জিরানিয়ার পক্ষে দীপঙ্কর দাস সর্বাধিক ৫১ রান পায়। বোলিংয়ে অনির্বাণ দেবনাথ ও অনিক পাল তিনটি করে এবং সৌরভ কর দুটি উইকেট পেয়েছে। খোয়াইয়ের সুমন দেববর্মা ৪১ রান এবং সুজিত চন্দ্র দেব ১৯ রান সংগ্রহ করলেও শেষ রক্ষায় ব্যর্থ হয়। বিজয়ী দলের অনীক পাল পেয়েছে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব। আগামীকাল ৪ মাঠে চারটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে।