হরিয়ানা কংগ্রেসে ভাঙন ধরালেন কিরণ, মেয়ে শ্রুতিকে নিয়ে যোগ দিলেন বিজেপিতে

নয়াদিল্লি, ১৯ জুন (হি.স.): হরিয়ানা কংগ্রেসে ভাঙন ধরালেন কিরণ চৌধুরী, যদিও ভাঙন ধরিয়েছিলেন আগেই। আর বুধবার বিজেপিতে যোগ দিলেন তিনি। এদিন সকালে দিল্লিতে বিজেপির সদর দফতরে আনুষ্ঠানিকভাবে বিজেপি সদস্যপদ গ্রহণ করেছেন হরিয়ানা কংগ্রেসের প্রাক্তন নেত্রী কিরণ চৌধুরী। মেয়ে শ্রুতি চৌধুরীকে সঙ্গে নিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন কিরণ।

হরিয়ানা কংগ্রেসের প্রাক্তন নেত্রী কিরণ ও তাঁর মেয়ে শ্রুতিকে গেরুয়া শিবিরে স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খাট্টার, হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি এবং বিজেপির সাধারণ সম্পাদক তরুণ চুগ। কেন্দ্রীয় মন্ত্রী খাট্টার এদিন বলেছেন, “দু”জন বিশিষ্ট ব্যক্তিত্ব আমাদের দলে যোগ দিয়েছেন, যারা বহু বছর ধরে কংগ্রেসের হয়ে কাজ করেছেন…আমি কিরণজিকে সেই সময় থেকে চিনি যখন আমরা বংশীলাল জির সঙ্গে কাজ করেছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *