মঙ্গলে বৈঠকের সম্ভাবনা রাজনাথের বাসভবনে, আলোচনা হতে পারে লোকসভার অধ্যক্ষ নিয়ে

নয়াদিল্লি, ১৮ জুন (হি. স.): লোকসভার স্পিকার (অধ্যক্ষ)-এর পদ কার হাতে থাকবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে মঙ্গলবার বৈঠকে বসতে পারে এনডিএ নেতৃত্ব। সূত্রের খবর, এদিন বিকেল ৫টায় রাজনাথ সিংয়ের বাসভবনে এনডিএ-র বৈঠক হবে।

জানা যাচ্ছে, সহমতের ভিত্তিতে হোক স্পিকার নির্বাচন, এটাই প্রত্যাশা করছে বিজেপি। স্পিকার পদ নিয়ে এখনও অবস্থান স্পষ্ট করেনি টিডিপি। স্পিকার পদে বিজেপির সিদ্ধান্তকে নিঃশর্ত সমর্থন করবে জেডিইউ। রাজধানীর রাজনীতির অলিন্দে কান পাতলে আপাতত অধ্যক্ষ পদে সম্ভাব্য নাম হিসাবে বিজেপির ওম বিড়লার নাম উঠে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *