নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ১৭ জুন: ডিএসটি ভারত সরকার প্রকল্পের মাধ্যমে অর্কনীড়- এর উদ্যোগে স্মার্ট টয়লেট বসানো হয়েছে ছনখলা উচ্চ বিদ্যালয়ে। স্মার্ট টয়লেটটি উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনবিআইআরটি- এর অধিকর্তা অধ্যাপক এসপি গণ চৌধুরী, আইআইইএসটি- এর পি আই অধ্যাপিকা কনিকা দাস ভট্টাচার্য, উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষিকা সুনিতা দেববর্মা, ছনখলা পঞ্চায়েতের প্রধান দীপ্তি রানী দে সহ স্কুলের ছাত্রছাত্রীগণ।
প্রদীপ প্রজ্বলন ও ফিতা কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয় এবং সকল স্তরের অধিকর্তাগণ স্মার্ট টয়লেট নিয়ে আলোচনা করেন। স্মার্ট টয়লেট নিয়ে আলোচনা করতে গিয়ে উল্লেখ করেন ভারত সরকারের প্রকল্প অনুসারে সারা ভারতবর্ষে দশটি স্মার্ট টয়লেট বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তার মধ্যে ত্রিপুরা রাজ্যে ছনখলা উচ্চ বিদ্যালয়ে একটি বসানো হয়েছে। স্মার্ট টয়লেটটি সোলার লাইটের মাধ্যমে জল ও বিদ্যুৎ পরিষেবা প্রদান করবে।
স্মার্ট টয়লেটটি রয়েছে পুরো অটোমেটিক সিস্টেমের মাধ্যমে যা দরজা খোলার সঙ্গে সঙ্গে লাইট এবং ফ্যান চালু হয়ে যাচ্ছে এবং দরজা বন্ধ করার সঙ্গে সঙ্গে ভিতরে লাইট জ্বলে যাবে। তাছাড়া উপরে ট্যাংকির মধ্যে জল খালি হওয়ার সঙ্গে সঙ্গেই অটোমেটিকলি জল ট্যাংকি জলে ভর্তি হয়ে যাবে। তাছাড়া এই পুরো সিস্টেমটি একটি অ্যাপসের মাধ্যমে নিয়ন্ত্রণ করবে যাতে কোন সিস্টেম নষ্ট হয়ে গেলে তা সঙ্গে সঙ্গেই অ্যাপসের মাধ্যমে তা নিয়ন্ত্রণ করা হবে। তাছাড়া এই প্রজেক্ট সম্পূর্ণভাবে বিকশিত হলে আগামী দিন ভারত সরকার স্বচ্ছ ভারত প্রকল্পে আরও এগিয়ে যাবে।