আগরতলা, ১৭ জুন : আগরতলা-শিয়ালদহ গামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাথে তিনি ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন।
আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে লিখেছেন, পশ্চিমবঙ্গে রেল দুর্ঘটনা দুঃখজনক। যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমি প্রার্থনা করি আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক। কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি খতিয়ে দেখেছেন। ক্ষতিগ্রস্তদের সহায়তায় উদ্ধার তৎপরতা চলছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দুর্ঘটনাস্থলে যাচ্ছেন।
এদিন প্রধানমন্ত্রী ওই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ঘোষণা দিয়েছেন। তাঁর ঘোষণা, পশ্চিমবঙ্গে রেল দুর্ঘটনায় প্রত্যেক মৃতের আত্মীয়কে প্রধানমন্ত্রী জাতীয় দুর্যোগ মোকাবিলা তহবিল থেকে ২ লক্ষ টাকা দেওয়া হবে। আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা।

