প্যারিস, ২৪ আগস্ট (হি.স.) : চ্যাম্পিয়নস লিগ আর পর্তুগালের জার্সিতে ইউরো জয়ে ইউরোপ অ্যাওয়ার্ড পেতে পরিষ্কারভাবে এগিয়ে আছেন ক্রিশ্চিয়ানো রোনান্ডো| তবে নিজেই নিজেকে ইউরোপের সেরা খেলোয়াড় দাবি করলেন ইউরোর রানার্সআপ ফ্রান্সের গোল্ডেন ৱুটজয়ী অ্যান্তোনি গ্রিজম্যান | আগামীকাল বৃস্পতিবার মোনাকোতে চ্যাম্পিয়নস লিগের ২০১৬-১৭ মরশুমের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানে বিজয়ীর হাতে উয়েফা বেস্টপ্লেয়ার ইন ইউরোপ অ্যাওয়ার্ড তুলে দেওয়া হবে| রোনান্ডো, গ্রিজম্যান ছাড়াও তিনজনের চূড়ান্ত তালিকা আছেন ওয়েলসকে ইউরোর সেমিফাইনালে নিয়ে যাওয়া রোনান্ডোর ক্লাব সতীর্থ গ্যারেথ বেল| তবে রোনান্ডো-বেলকে ছাপিয়ে নিজেকেই মর্যাদাপূর্ণ এ পুরস্কারের যোগ্য বলে দাবি করছেন গ্রিজম্যান|
ক্লাব ও জাতীয় দলের হয়ে রোনান্ডো ও গ্রিজম্যানের পারফর্মেন্স চোখে পড়ার মতোই| সাত গোল করে অ্যাতলেতিকো মাদ্রিদকে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তুলতে বড় অবদান রাখেন গ্রিজম্যান| কিন্তু শেষ পর্যন্ত সাফল্যের মুকুটটা ওঠে রোনান্ডোর হাতে| আন্তর্জাতিক পর্যায়ে ইউরোপ শ্রেষ্ঠত্বের আসরেও বিজয়োল্লাসে মাতেন পর্তুগিজ আইকন| তাই ফুটবল বোদ্ধারের চোখে, ২০১৩-১৪ মরশুমের পর এবারও সেরার আসনটা সিআর সেভেনই পাচ্ছেন|
যদিও গ্রিজম্যানের বিশ্বাস, ব্যক্তিগত যোগ্যতার নিরীখে সেরার স্বীকৃতিটা তারই প্রাপ্য, ফাইনালিস্ট হতে পেরে আমি গর্বিত| এর মানে দাঁড়ায়, আমি সঠিক পথেই রয়েছি এবং এভাবেই চলতে চাই| অহংকারসুলভ কথা বলতে চাই না, কিন্তু এই অ্যাওয়ার্ডটা আমার প্রাপ্য কারণ, বিগত মরশুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে আমি চমত্কার খেলেছি|
উল্লেখ্য, ২০১১ সাল থেকে এই অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে| ইউরোপিয়ান ফুটবল ক্লাবে দুর্দান্ত পারফরমারের হাতে ওঠে সেরা খেলোয়াড়ের ট্রফি| ২০১৬ ইউরোর কারণে ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতায় যোগ হয়েছে বাড়তি মাত্রা| সর্বোচ্চ দুবার ইউরোপ সেরা হওয়া বার্সেলোনার প্রাণভোমরা লিওনেল মেসি এবার তিনজনের চূড়ান্ত তালিকায় জায়গা পাননি| রোনালদোর সামনে এবার মেসির পাশে নাম লেখানোর হাতছানি|
2016-08-25