৩০ কিলো গাঁজা সহ আটক বহিঃ রাজ্যের দুই মহিলা

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৪ জুন: দামছড়া থানা এলাকায় নেশা কারবারিদের উৎপাত ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এই থানা এলাকাকে নিরাপদ করিডোর হিসাবে ব্যবহার করে নেশা জাতীয় সামগ্রী পাচার করে চলেছে নেশা কারবারীরা। পরিস্থিতি মোকাবেলায় পুলিশ অবশ্য নিয়মিত নজরদারি বজায় রেখে চলেছে। তাতে গত কিছুদিন ধরে সাফল্য পাওয়া যাচ্ছে। 

২৫ কোটি টাকার হেরোইন উদ্ধারের রেশ কাটতে না কাটতেই আবারো বড়সর সাফল্য পেল দামছড়া থানার পুলিশ। দুই মহিলা সহ আটক করা হল প্রায় ত্রিশ কিলো গাজা। দামছড়া থানার ওসি সঞ্জয় মজুমদার জানিয়েছেন, আজ দুপুর দেড়টা নাগাদ দামছড়ার পূর্ব নরেন্দ্র নগর নাকা পয়েন্টে চেকিং এর সময় সন্দেহভাজন দুজন মহিলাকে আটক করা হয়।

তাদের সাথে থাকা ব্যাগ চ্যাকিং করা হলে বেগ থেকে বেশকিছু প্লাস্টিক মোড়ানো পেকেটে মোট ত্রিশ কিলো গাজা পাওয়া যায়। পরবর্তীতে তাদের থানায় নিয়ে এসে তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়।আটককৃত দুই মহিলার নাম আজমিরি বেগম বাড়ি বিহারের বৈশালী জেলায় এবং অপর জন হলেন পশ্চিম বাংলার বড়ানগরের বাসিন্দা সালিনি দাস। জানাগেছে আজ সকালে তারা আগরতলা থেকে ট্রেনে চেপে পানিসাগর আসেন। সেখান থেকে অটোরিক্সা করে দামছড়া এসে পূর্ব নরেন্দ্র নগর নাকা দিয়ে আসামে প্রবেশ কালেই পুলিশের হাতে ধরা পরেন।