বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে কমলপুর ব্লাড ডোনার এসোসিয়েশনের উদ্যোগে বিশেষ কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ১৩ জুন: বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে কমলপুর ব্লাড ডোনার এসোসিয়েশনের পক্ষ থেকে তিনদিনব্যাপি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল হাসপাতাল রোড -এ বৃক্ষরোপন করা হয়। আজ কমলপুর এসডিএমও অফিসের কনফারেন্স হলে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন এসো’র সম্পাদক অর্জুন দেব, সভাপতি শ্রীকান্ত সিনহা, এস ডি এম ও ডাক্তার রাজা জমাতিয়া ও অন্যান্য সম্মানিত অতিথিগণ।

শুধু তাই নয় শুক্রবার কমলপুর নজরুল ভবনে আয়োজিত হতে চলেছে রক্তদাতাদের সম্বর্ধনা।  অনুষ্ঠান ১০০ জনকে বিশেষ মুহূর্তে রক্তদানের জন্য দেওয়া হবে সংবর্ধনা। ২০টি বিভিন্ন সামাজিক সংস্থাকে যারা সর্বদা রক্তদান করে থাকেন তাদেরকে সম্বর্ধনা দেওয়া হবে ও কোভিড’র সময় যারা রক্তদানে এগিয়ে এসেছিলেন তাদেরকে সম্বর্ধনা দেওয়া হবে। ঐ অনুষ্ঠানে থাকবেন প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক মনোজ কান্তি দেব সহ অন্যান্যরা। বলা বাহুল্য ত্রিপুরা রাজ্যে এরকম অনুষ্ঠান প্রথম। আজ স্বেচ্ছায় রক্তদান করেন ৩৫ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *