আগরতলা, ১৩ জুন: রাজ্যে মাছের চাহিদার তুলনায় যোগান অনেকটাই পিছিয়ে রয়েছে। বহিঃরাজ্য থেকে প্রায় ১৫ হাজার মেট্রিকটন মাছ আমদানি করতে হচ্ছে। আজ আগরতলা গোর্খাবস্তি স্থিত মৎস্য অধিদপ্তর কার্যালয়ের কনফারেন্স হলের বৈঠক একথা বলেন মন্ত্রী সুধাংশু দাস।
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন মৎস দপ্তরের অধিকর্তা ও অন্যান্য দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা।
ত্রদিন শ্রী দাস বলেন, ২০২৩-২৪ অর্থ বছরে মৎস্য দপ্তর কতৃক গৃহীত বিভিন্ন প্রকল্প গুলির দ্রুত বাস্তবায়ন করতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন তিনি আরও বলেন, রাজ্যে মাছের চাহিদার তুলনায় যোগান অনেকটাই পিছিয়ে রয়েছে। তাই রাজ্যে মাছের উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।