নিট ইউজি-র কাউন্সেলিং চলবে, ফের জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৩ জুন (হি.স.): নিট ইউজি-র কাউন্সেলিং চলবে, ফের জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, “কাউন্সেলিং চলবে, আমরা তা বন্ধ করব না।” ভয়ের কিছু নেই বলেও মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট। এর আগে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-কে নোটিশ পাঠিয়েছিল সুপ্রিম কোর্ট, এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার সরকার/এনটিএ-র পক্ষ থেকে শীর্ষ আদালতে জানানো হয়, ‘গ্রেস মার্ক’ দেওয়া হয়েছে এমন ১,৫৬৩ জন পরীক্ষার্থীর রেজাল্ট পর্যালোচনা করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।

সুপ্রিম কোর্টে এনটিএ আরও জানিয়েছে, ওই কমিটি ১,৫৬৩ জন পরীক্ষার্থীর স্কোরকার্ড বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে এবং সেই পরীক্ষার্থীদের পুনরায় পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হবে। আগামী ২৩ জুন পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ৩০ জুনের আগে ফলাফল ঘোষণা করা হবে। আইনজীবী শ্বেতাঙ্ক বলেছেন “আমরা নিট পরীক্ষার ইস্যু নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছি এবং আমাদের মূল ইস্যু ছিল এনটিএ দ্বারা পেপার ফাঁস এবং অন্যান্য অসদাচরণের বিষয়ে। আদালত নির্দেশ দিয়েছে, ২৩ জুন পুনরায় পরীক্ষা করা হবে।”